শিক্ষা

চবিতে প্রগতিশীল ছাত্রজোটের মিছিলে ছাত্রলীগের হামলা

  • জুবাইর উদ্দিন, (চবি)
  • প্রকাশিত ১২ মার্চ, ২০১৯

প্রহসনের নির্বাচন বাতিল করে ডাকসু নির্বাচনের তফসিল ফের ঘোষণা ও অবিলম্বে চাকসু নির্বাচনের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রগতিশীল ছাত্রজোট ও সম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্যের প্রতিবাদ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ। এ হামলার ঘটনায় ৬ জন আহত হয়ছে।

আজ মঙ্গলবার দুপুর ১টায় চবির কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এ হামলার ঘটনা ঘটে।  

ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষণ প্রদীপ চাকমা জানান, বিকাল ৪টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে যাওয়ার পথে হাটহাজারীর ফতেয়াবাদে বাস থেকে নামিয়ে পুণরায় হামলা চালায়। এতে আরও ২ জন আহত হয়। আহতরা হলেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌঁর চাঁদ ঠাকুর ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক সম্পাদক আশরাফি মিতু।

প্রত্যক্ষদর্শী সূত্রে, প্রহসনের নির্বাচন বাতিল করে ডাকসু নির্বাচনের তফসিল পুণরায় ঘোষণা ও অবিলম্বে চাকসু নির্বাচনের দাবিতে চাকসু ভবনের সামনে থেকে  বিক্ষোভ মিছিল বের করে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে এসে হামলা চালায়।

তখন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক গৌঁর চাঁদ ঠাকুর বলেন, আমরা শান্তিপুর্ণভাবে মিছিল করছিলাম। ক্যাম্পাসকে অস্থিতিশীল করে তুলতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর হামলা চালিয়েছে।

তারা বলেন, এটা নাকি শুধু ছাত্রলীগের বিশ্ববিদ্যালয়। এখানে অন্য কোনো সংগঠন থাকতে পারবে না।

তিনি  জানান, তারা মেয়েদেরকে লাঞ্ছিত করেছে। তারা মেয়েদের নামে আপত্তিকর স্লোগান দিয়েছে।

এই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন, ক্যাম্পাসে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ছাত্র সংগঠনগুলোও বলে আসছিল সহাবস্থান রয়েছে। তাই নিরাপত্তা ব্যবস্থা কম ছিল। হঠাৎ এমন ঘটনার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। হামলার শিকার হওয়া শিক্ষার্থীরা লিখিতভাবে অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নিবো। ক্যাম্পাসে অস্থিরতা সৃষ্টিকারীরা অতীতেও পার পায়নি। সামনে যারা করার চেষ্টা করবে তারাও কোনভাবে পার পাবেনা।

এবিষয়ে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, প্রক্টরিয়াল বডির সহায়তায় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। যথাযথ অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

হামলার কথা স্বীকার করে ছাত্রলীগের সাবেক উপ দফতর সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন, তারা মিছিল থেকে বারবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল। তাই আমাদের নেতাকর্মীরা তাদের প্রতিহত করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads