চন্দনাইশ প্রতিনিধি:
চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ২০২৩–২০২৪ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় আরসিসি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন দোহাজারী পৌরসভা ভারপ্রাপ্ত মেয়র মাস্টার নাজিম উদ্দীন। তিনি গত ২১ এপ্রিল রবিবার প্রধান অতিথি হিসেবে পৌরসভার ৪নং ওয়ার্ডের দেওয়ানহাট টু খন্দকার বাড়ি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন।
এসময় ভারপ্রাপ্ত মেয়র বলেন, পৌর পরিষদ গঠনের মাত্র ৭ মাসের মাথায় পৌরসভায় ব্যাপক উন্নয়ন কাজ সম্পাদন করা হয়েছে। এরমধ্যে সড়ক উন্নয়ন, সড়ক বাতি স্থাপন, পানি নিষ্কাশনে নালা, পাবলিক টয়লেট নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে পৌরসভায় ১০ থেকে ১৫ কোটি টাকার উন্নয়ন কাজ চলমান রয়েছে।
আরো সাড়ে ৩ কোটি টাকার উন্নয়ন কাজের টেন্ডার আহবান প্রক্রিয়াধীন রয়েছে। তিনি বলেন, উন্নয়নের স্রোতধারায় ক্রমান্বয়ে বদলে যাচ্ছে দোহাজারী পৌর এলাকার চিত্র। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিল এসএম পহর উদ্দিন, মহিলা সংরক্ষিত কাউন্সিল ৩ নং প্যানেল মেয়র ডাঃ মমতাজ বেগম লিলি, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী তিলকানন্দ চাকমা, উপ সহকারী প্রকৌশলী বিদ্যুৎ তন্ময় চাকমা, দোহাজারী পৌরসভা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মো. ইউচুপ, চন্দনাইশ প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত দাশ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, দোহাজারী পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মিসবাহ উদ্দিন খাঁন ভুট্টো, মো. দেলোয়ার হোসেন, মাওলানা খাইরুল বশর, জামাল উদ্দিন, জমির উদ্দিন সওদাগর, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জেরিন এন্টারপ্রাইজ এর পক্ষে কাজী মো. শিমুল, পৌরসভার অফিস সহায়ক উত্তম কান্তি সেন, মো. সাইফুল ইসলাম, মো. ওসমান, মাহবুব আলম, মো. রাজিব আহমদ প্রমুখ।