ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে থেমে থেমে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে মহাসড়কের দাউদকান্দি ও চান্দিনার অংশে সড়কের দুই পাশে এ যানজটের সৃষ্টি হয়। এ কারণে ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা।
জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনার ইলিয়টগঞ্জ পর্যন্ত থেমে থেমে প্রায় ১০ কিলোমিটার তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল হক বলেন, বুধবার (১৬ মার্চ) সন্ধ্যার পর থেকে সড়কে যানবাহনের তীব্র চাপ বেড়েছে। এছাড়া আমিরাবাদ এলাকায় মহাসড়ক মেরামতের কাজ চলার কারণে যানবাহন কিছুটা ধীরগতিতে চলছে।