গত ৭২ ঘণ্টায় চট্টগ্রামের ৩০ জনের নমুনা পরীক্ষা করা হলেও কারো শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। যার মধ্যে স্থানীয় ল্যাবে পরীক্ষা হয়েছে ১৫টি নমুনা।
চট্টগ্রামে বিদেশ ফেরত প্রবাসীরা হোম কোয়ারেন্টাইন মানছেন কি-না তা তদারকি করতে জেলা প্রশাসক নিজেই আসেন নগরীর খুলশী এলাকায়। এসময় তিনি ইমিগ্রেশন বিভাগ থেকে পাওয়া তালিকা অনুযায়ী বাসায় বাসায় গিয়ে তাদের অবস্থান নিশ্চিত করেন।
তিনি জানান, চট্টগ্রামের বিআইটিডি-তে পরীক্ষা করা ১৫ জনেরই করোনা ভাইরাস নেগেটিভ। বর্তমানে আমাদের এখানে কোনো আইসোলেশনে কেউ নেই। হোম কোয়ারেন্টাইনে আছেন ৯৪৭ জন। আমরা সেটাই নিশ্চিত করেছি।
গত ২৫ মার্চ প্রয়োজনীয় কিট এবং পিপিই আসার পর ২৬ মার্চ থেকেই করোনা শনাক্তে পরীক্ষা শুরু করে সীতাকুন্ডের ফৌজদারহাটে স্থাপিত বিআইটিডি পরীক্ষাগার।
গতকাল রোববার দুপুর পর্যন্ত এখান থেকে সংগ্রহ করা হয়েছে ২০ জনের নমুনা। ১৫টির ফলাফল দেয়া হলেও ৫টি নমুনার রিপোর্ট এখনো পাওয়া যায়নি।
চট্টগ্রাম বিআইটিডি উপ পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. মামুনুর রশীদ বলেন, কিট পাওয়ার পর থেকেই স্যাম্পল নিয়ে আমরা পরীক্ষা করছি।