চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

চট্টগ্রাম ম্যাপ

ছবি : সংগৃহীত

দুর্ঘটনা

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ২৩ ফেব্রুয়ারি, ২০১৯

চট্টগ্রাম কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে মারা গেছেন।

আজ শনিবার মধ্যরাতে চট্টগ্রামের ডবলমুরিং থানার দনিয়ালাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) মো. জহির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মৃত ব্যাক্তিরা হলেন : মো. সগীর (৪২) ও মো. জোনায়েদ (১২)।

ওসি মো. জহির হোসেন জানান, মো. সগীর মনসুরাবাদ এলাকায় মুদি দোকানি এবং তার ছেলে জোনায়েদ আগ্রাবাদ গণপূর্ত বিদ্যা নিকেতনের পঞ্চম শ্রেণির ছাত্র।

তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থানায় এনে রাখা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads