চট্টগ্রামে শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণ: ৯০ জনের বিরুদ্ধে মামলা

সংগৃহীত ছবি

অপরাধ

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণ: ৯০ জনের বিরুদ্ধে মামলা

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৪ নভেম্বর, ২০১৮

চট্টগ্রামের ডিসি রোডে ইসলামী ছাত্রশিবিরের কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় শিবিরের চট্টগ্রাম নগর উত্তর শাখার সভাপতি, সাধারণ সম্পাদকসহ ৯০ জনকে আসামি করা হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ মামলা রেকর্ড হয়।

চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, শনিবার রাতে শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় ছাত্রশিবিরের চট্টগ্রাম নগর উত্তর শাখার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক আ স ম রায়হান, বায়তুল মাল সম্পাদক হামেদ হাসান এলাহী, আমান উল্লাহসহ ৫২ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত ৩৮ জনকে আসামি করা হয়েছে। চকবাজার থানার এসআই আনিসুর রহমান বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন।

এর আগে শনিবার সন্ধ্যায় চন্দপুরার খালপাড় এলাকায় পুলিশের ব্লক রেইড চলাকালে ইসলামী ছাত্রশিবিরে চট্টগ্রাম মহানগর কার্যালয়ে বোমা বিস্ফোরণ ঘটে।

পুলিশের দাবি, নাশকতার প্রস্তুতির জন্য শিবির কর্মীরা ওই সময় এ ভবনে বৈঠক করছিল। ব্লক রেডের বিষয়টি টের পেয়ে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে ভবনের পেছনের গোপন ফটক দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads