চট্টগ্রামের আকবর শাহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও যুবলীগ নেতা-কর্মীদের মধ্যে রোববার সংঘর্ষের সময় প্রকাশ্য দিবালোকে যুবলীগের এক কর্মীকে কোপানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
গতকাল রোববার বিকালে বিশ্ব কলোনির এন ব্লক এলাকায় দ্বিতীয় দফা সংঘর্ষকালে যুবলীগ কর্মী মহসীনকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। তিনি উত্তর পাহাড়তলীর আওয়ামী লীগ নেতা সরোয়ার মোরশেদ কচির সমর্থক। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘এলাকায় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনায় মহসীনসহ তিনজন আহত হন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’
ঘটনার সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৫টার দিকে একদল মহসীনের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা জানান, বেশ কিছুদিন ধরে স্থানীয় কাউন্সিলর জহরুল আলম জসিম ও আওয়ামী লীগ নেতা সরোয়ার মোরশেদ কচির সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।
উত্তর পাহাড়তলী যুবলীগের সভাপতি আব্দুল ওয়াজেদ খান রাজিব বলেন, ‘কাউন্সিলর জসিমের সমর্থক জুয়েল, খোকন, পারভেজ, ফারহান, রাব্বি ও তুহিনসহ অজ্ঞাত কিছু সন্ত্রাসী এলাকায় ঢুকে মহসীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ক্রিকেট স্টাম্প দিয়ে পিটিয়ে মৃত ভেবে ফেলে চলে যায়।’