গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। এতে জেলায় ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা এক হাজার ছাড়াল। এই নিয়ে মোট মৃত্যু হয়েছে এক হাজার ১০ জনের।
একই সময়ে চট্টগ্রামে নতুন করে আরও এক হাজার ২৮৫ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪২৯ জন। এদের মধ্যে ৬৪ হাজার ৪৫৯ জন মহানগর এলাকার, বাকি ২১ হাজার ৯৭০ জন বিভিন্ন উপজেলার। এছাড়া জেলায় ভাইরাসটিতে মোট মৃত এক হাজার ১০ জনের মধ্যে- নগরের ৫৯৭ এবং বাকি ৪১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৩ হাজার ৬৭৯টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ২৮৫ জনের শরীরে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৩৪ দশমিক ৯২ শতাংশ।
এদিন নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে হাটহাজারী উপজেলায়, ৮০ জন। এছাড়া রাউজান উপজেলায় ৭৮ জন, সীতাকুণ্ড উপজেলায় ৫১ জন, রাঙ্গুনিয়া উপজেলায় ৫৩ জন এবং বোয়ালখালী উপজেলায় ৪২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জেলার সবখানেই সংক্রমণ ছড়িয়ে পড়ছে। মহানগরের পাশাপাশি ১৪ উপজেলায় একই অবস্থা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।