চট্টগ্রামে এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

চট্টগ্রামে এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রতীকী ছবি

অপরাধ

চট্টগ্রামে এসআইয়ের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১০ নভেম্বর, ২০১৮

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার এস আই এয়ার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এক গৃহবধুকে। অস্ত্র ও ইয়াবা মামলায় ফাঁসিয়ে দেয়ার কথা বলে ওই নারীকে ধর্ষণ করা হয় বলে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) বিজয় বসাক বলেন, বায়েজিদ বোস্তামী থানার এসআই এয়ার হোসেনের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ দিয়েছে তার স্বামী। এ অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ধর্ষণের শিকার ওই গৃহবধুর স্বামী বলেন, গত ১৮ আগস্ট আমাকে ইয়াবা ও অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিতে চেয়েছিলেন এয়ার হোসেন। এসময় তিনি হুমকি দিয়ে আমার স্ত্রীকে একাধিক বার র্ধষণ করে। এরপর তাকে এয়ার হোসেন নিয়ে যান। ৯ দিন আটকে রেখে তাকে ধর্ষন করেন তিনি। এক পর্যায়ে ওই স্থান থেকে পালিয়ে আসেন তিনি। ধর্ষণের শিকার হওয়ার বিষয়টি মেনে নিতে না পেরে আমার স্ত্রী গত ৩০ অক্টোবর বিষ পানে আত্মহত্যার চেষ্টা চালান। বর্তমানে তাকে চট্টগ্রামে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে এসআই এয়ার হোসেন বলেন, সম্মানহানি করতে শত্রুপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।আমি বিষয়টা মিমাংসা করবো

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads