চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

মানচিত্রে চট্টগ্রাম

সংগৃহীত ছবি

অপরাধ

চট্টগ্রামে অস্ত্রসহ তিন ছিনতাইকারী গ্রেফতার

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ৭ নভেম্বর, ২০১৮

চট্টগ্রামের কোতয়ালী ও পাহাড়তলী থানার পৃথক অভিযানে তিন ছিনতাইকারী গ্রেফতার হয়েছে। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর গুলিবিদ্ধ একজনসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে এ ঘটনা ঘটে। তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, গুলি, দুইটি কার্তুজের খোসা এবং দুইটি ছুরি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মো. মাসুদ ওরফে কালা মাসুদের (২৭) ওমো. জুম্মন হোসেন (২২)। কালা মাসুদের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, ছিনতাইসহ ছয়টি মামলা আছে। তিনি জানান, মেরিনার্স রোডে ছিনতাইকারীদের অবস্থানের খবর পেয়ে অভিযানে যায় কোতোয়ালী থানা পুলিশ। এ সময় একটি অটোরিকশা থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। আত্মরক্ষার্থে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাসুদ ও জুম্মনকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে মাসুদের ডান হাঁটুতে গুলি লাগে।এ দুই জন একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। গত ১৫ দিনের ছিনতাইয়ের পেছনে এই চক্র জড়িত।

এদিকে নগরীর পাহাড়তলী এলাকায় ছিনতাইয়ের সময় ফজর আলী (১৯) নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে পাহাড়তলীর সিগন্যাল কলোনি জামে মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ জানান, সিগন্যাল কলোনি জামে মসজিদের সামনে ছিনতাইয়ের সময় ফজর আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি এলজি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, সে পেশাদার ছিনতাইকারী। তার বাড়ি বন্দরনগরীর আকবর শাহ নিউ শহীদ লেইনের আইয়ূব আলীর ছেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads