চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধ

প্রতীকী ছবি

সারা দেশ

চট্টগ্রামে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ অক্টোবর, ২০১৮

চট্টগ্রামের মুরাদপুর রেলগেট এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে অসীম রায় বাবু ওরফে ডাইল বাবু নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। বএ সময় র‌্যাবের আরো চার সদস্যও আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাব-৭ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত বাবু বাঁশখালীর পূর্ব চাম্বল গ্রামের গুরুসদয় রায়ের ছেলে।

আহতরা হলেন, র‌্যাবের স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদ।

র‌্যাবের দাবি, বাবু একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরের পুলিশের (সিএমপি) কোতয়ালি থানায় তিনটি মামলা রয়েছে।

র‌্যাব জানায়, মুরাদপুর এক নম্বর রেল গেট এলাকায় টহলরত র‌্যাব সদস্যরা একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে এটি না থামিয়ে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

পরে আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়েন। গাড়িটি মুরাদপুর থেকে অক্সিজেন মোড়ের দিকে যাচ্ছিল। গাড়িতে দুইজন ছিলেন। তবে একজন পালিয়ে গেছেন।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পু্লিশ সুপার (এএসপি) মিমতানুর রহমান জানান, আহত র‌্যাবের চার সদস্য- স্কোয়াড্রন লিডার সাফায়েত জামিল ফাহিম, মেজর মেহেদী হাসান, লেন্স কর্পোরাল আরিফ ও লেন্স কর্পোরাল শহীদকে চট্টগ্রাম সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল ও বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads