চকরিয়ায় আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

চকরিয়া আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয় শহীদুল ইসলাম রায়হানের লাশ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

চকরিয়ায় আদালতের নির্দেশে কবর থেকে লাশ উত্তোলন

  • চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৩ এপ্রিল, ২০১৯

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাতামুহুরী ব্রীজের পূর্বপাশ্বে হাজিয়ান দীঘিরপাড় এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে নিহত শহীদুল ইসলাম রায়হান (২২) এর লাশ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হয়েছে। আজ বুধবার দুপুরে তার লাশ উত্তোলন করা হয়।  শহীদুল ইসলাম এলাকার মৌলানা ইউনুছ আহমদের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের উপস্থিতিতে থানার উপপরিদর্শক সুকান্ত চৌধুরীর নেতৃত্বে পুলিশ লাশটি উত্তোলন করেন।

জানা গেছে, দোকানের ভেতর থেকে লাগানো তিনটি তালা খুলতে না পারায় দোকানের ভেতরে ঘুমানো অবস্থায় আগুনে দগ্ধ হয়ে মারা যান ব্যবসায়ী রায়হান। ওই সময় পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশটি দাফন করা হলেও কিছুদিন পর স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা করেন নিহতের পিতা মৌলানা ইউনূছ।

মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন এবং একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন। সর্বশেষ আদালতের নির্দেশে গতকাল দুপুরে কবর থেকে নিহত রায়হানের লাশটি উত্তোলন করে মর্গে পাঠানো হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads