ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

দিনাজপুরের ঘোড়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে শতাধিক গাছের চারা রোপন করেছে পৌর আওয়ামী লীগ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

  • ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর, ২০২০

দিনাজপুরের ঘোড়াঘাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আজাদমোড় এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের উদ্দ্যে‍াগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সেখানে শতাধিক এতিম শিশুদেরকে দুপুরের খাবার খাওয়ানো হয়। এছাড়াও পাঁচপীর জামে মসজিদ সংলগ্ন এলাকায় প্রায় শতাধিক বৃক্ষ রোপন করে পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগের সভাপতি ইউনূছ আলী মন্ডল ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভুট্টু বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তার বাবার স্বপ্ন পূরণ করতে নিজের জীবন বাজি রেখে এ দেশের জনগণের জন্য কাজ করে যাচ্ছে। তার হাত ধরেই আজ উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। আগামী দিনেও তার নেতৃত্বে উন্নয়নশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়াবে বাংলাদেশ। আল্লাহ প্রধানমন্ত্রীকে সুস্থ রাখুক এবং নেক হায়াৎ দান করুক।

এ সময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুর রহিম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সভাপতি এনামুল কবির মিন্টু, সাধারণ সম্পাদক মুরাদ হোসেন, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল কাফি, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়া, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ ঘোড়াঘাট পৌর আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads