ঘণ্টা বাজায় শিক্ষক, ঝাড়ু দেয় শিক্ষার্থী

প্রতীকী ছবি

সারা দেশ

ঘণ্টা বাজায় শিক্ষক, ঝাড়ু দেয় শিক্ষার্থী

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ৮ অক্টোবর, ২০১৮

গফরগাঁওয়ের ৭৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মচারী নিয়োগ বন্ধ রয়েছে। নিয়োগ প্রক্রিয়ায় এ দীর্ঘসূত্রতার কারণে দাফতরিক কাজের পাশাপাশি নৈশকালীন নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে বলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন।

শিক্ষা অফিস ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, উপজেলার ২৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে তিন ধাপে ১৬০টিতে অফিস কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ সম্পন্ন হয়। ২০১৩ সালে নতুন জাতীয়করণ করা ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে অফিস কাম নিরাপত্তা প্রহরী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা জানান, তাদের শিক্ষাপ্রতিষ্ঠানে অফিস কাম নিরাপত্তা প্রহরীর পদটি শূন্য থাকায় বিভিন্ন দাফতরিক কাজ, পরিচ্ছন্নতা, নৈশকালীন নিরাপত্তা কাজ চরমভাবে বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়ছে শিক্ষার সুষ্ঠু পরিবেশের ওপরও।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, পিয়ন না থাকায় শ্রেণিকক্ষ ঝাড়ু দেওয়া, ঘণ্টা বাজানো ও বাথরুম পরিষ্কারসহ দাফতরিক কাজ শিশুশিক্ষার্থীদের দিয়ে করানো হয়। অনেক সময় শিক্ষকদেরও এ কাজ করতে দেখা যায়।

ডিক্রি ভূমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিন আক্তার জানান, পিয়ন না থাকায় দাফতরিক কাজগুলো ছাত্র শিক্ষক সমন্বয় করে করতে হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও নিয়োগ কমিটির সদস্য সচিব হাফিজুল ইসলাম বলেন, সদ্য জাতীয়করণ করা বিদ্যালয়গুলোর অফিস কাম নিরাপত্তা প্রহরী নিয়োগের কোনো পরিপত্র পাননি তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads