গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই : কাদের

ছবি : সংগৃহীত

জাতীয়

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই : কাদের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৫ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার কোনো সুযোগ নেই, যৌক্তিক কারণেই গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর কার্যালয়ে তিনি এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না বলেও মন্তব্য করেন তিনি।

ঈশ্বরদীতে শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে হামলা মামলার রায় নিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির বিরুদ্ধে গেলে তারা এই রায়কে বানোয়াট বলে, সরকারের হস্তক্ষেপও বলে। এটা তাদের গতানুগতিক পর্যবেক্ষণ। এটা নিম্ন আদালতের রায়, ইচ্ছে করলে তারা উচ্চ পর্যায়ে যেতে পারেন।

তিনি আরো বলেন, বিচারবহির্ভূত এটা তারা বলতে পারে না, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যে এর কোনো স্বীকৃতি নেই। কাজেই এই বিষয়ের সঙ্গে বিচারবহির্ভূত বিষয়টি যোগসূত্র আছে, সেটা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য থেকে কেউ পায়নি।

এসময় প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাব দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, উন্নয়নে জ্বালা ধরে বলেই প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে মিথ্যাচার করছে বিএনপি। সরকার নয়, দেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে দলটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads