গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের মহাসড়ক অবরোধ

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের মহাসড়ক অবরোধ

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ৭ জুলাই, ২০১৯

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের সমর্থনে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রগতিশীল ছাত্র জোটের নেতাকর্মীরা।

আজ রবিবার সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটকের সামনে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে সকাল ১০টা পর্যন্ত অবরোধ করে রাখেন তারা।

এসময় প্রগতিশীল জোটের নেতারা বলেন, ‘বিশ্ববাজারে গ্যাসের দাম কমলেও অযৌক্তিকভাবে সরকার গ্যাসের দাম বাড়িয়েছে। গ্যাসের দাম বাড়লে বিদ্যুতের দাম বাড়বে, বাড়ি ভাড়া বাড়বে, এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়বে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বেড়ে যাবে।’

অবরোধ চলাকালে পুলিশ এসে তাদের সড়িয়ে দিতে চাইলে সাধারণ মানুষ অবরোধকারীদের পক্ষ নিয়ে পুলিশকে বাধা প্রদান করে।

পরে সকাল ১০টায় জয় বাংলা ফটক থেকে তারা অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিক্ষেভ মিছিল করে জোট নেতাকর্মীরা।

এদিকে মহাসড়ক অবরোধ থাকায় যানবাহনের দীর্ঘ সারি ও জনদূর্ভোগ লক্ষ করা গেছে। তবে আন্দোলনকারীরা রোগী বহনকারী অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দিয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads