গোয়ালন্দে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বস্তাবন্দি অবস্থায় যবকের মৃতদেহ

গোয়ালন্দ প্রতিনিধি

সারা দেশ

গোয়ালন্দে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

  • গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ অক্টোবর, ২০১৮

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা সংলগ্ন পুকুর থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে গত ১৭ দিনে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৩টি ও উজানচর থেকে ১টি মোট ৪ লাশ উদ্ধার করল পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে দৌলতদিয়া যৌনপল্লী থেকে পোড়াভিটায় চলাচলের জন্য বাঁশের মাচার পাশে বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখা যায়। গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল বস্তাবন্দি অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার এসআই পরিমল কুমার জানান, ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে আনুমানিক ২৮ বছরের ওই যুবককে হত্যা করে লাশ বস্তাবন্দি করে পুকুরে ফেলে রাখে দুর্বৃত্তরা। লাশের সুর হাল রিপোর্টে দেখা যায়, তার শরীরের কোথাও কোন আঘাতে চিহ্ন নেই। প্রাথমিক মনে হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানে হয়েছে।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর দৌলতদিয়া ৬নং ফেরিঘাট এলাকা থেকে আনুমানিক ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। এরআগে গত ২৩ অক্টোবর উপজেলার উজানচর ইউনিয়নের মরাপদ্মা নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। গত ২৭ অক্টোবর দৌলতদিয়া আক্কাস আলী হাইস্কুল সংলগ্ন আইনউদ্দিন ব্যাপারীপাড়া মরাপদ্মানদীর পাড় থেকে মঞ্জু শেখ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তাঁর মুখের নিচে নিচে, ঠোঁটের ওপরে ও মাথায় ধারালো অস্ত্রের কোপানোর চিহ্নসহ পায়ের রগ কাটা ছিল।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads