ফুটবল মাঠে তার একের পর এক রেকর্ড। ২০১৭-১৮ মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ছিলেন বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। যার স্বীকৃতিটা আর্জেন্টাইন ফরোয়ার্ডের মিলল ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড পেয়ে। এ নিয়ে পঞ্চমবারের মতো এই পুরস্কার জিতে ইতিহাস গড়লেন তিনি। ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) পুরস্কারটা মঙ্গলবার রাতে লিওনেল মেসির হাতে তুলে দেয়।
এর আগে ২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩ ও ২০১৬-১৭ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছেন বার্সেলোনার এ সুপারস্টার।
২০১৭-১৮ মৌসুমে ৩৪ গোল করেন মেসি। পেছনে ফেলেছেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহকে। সালাহর গোল ছিল ৩২টি। এমন পুরস্কারের পর ৫টি ব্যালন ডি’অরের সঙ্গে ৫টি গোল্ডেন বুট জিতে রোনালদোকেও ছাড়িয়ে গেছেন মেসি। রোনালদোর গোল্ডেন বুটের সংখ্যা চার।
এতসব স্বীকৃতি যে জীবনে পাবেন সেটা নিজের কাছেই জানা ছিল না মেসির। প্রতিক্রিয়ায় জানালেন, ‘আমার আসলে শুরুতে কোনো ধারণাই ছিল না আমি এসব করতে পারব। আমি পেশাদার ফুটবল খেলার স্বপ্ন দেখতাম, একই সঙ্গে সফলতা উপভোগও করি। আমি খেলাটাকে ভালোবাসি। তবে এত কিছু যে পাব তা কখনো কল্পনা করিনি।’
তালিকায় ৩০টি গোল করে তৃতীয় স্থানে ছিলেন টটেনহ্যাম তারকা হ্যারি কেন। জুভেন্টাসে চলে যাওয়া ক্রিশ্চিয়ানো রোনালদো করেছেন ২৬ গোল। পঞ্চমবার গোল্ডেন বুট জেতার পর এবারো গোল করার তালিকায় শীর্ষে আছেন মেসি। তালিকায় শীর্ষে থাকা মেসির গোল ১৪টি।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





