সারা দেশ

গোমস্তাপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর জন্ম বার্ষিকি উদযাপন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৮ অগাস্ট, ২০২৩

নুর মোহাম্মদ, গোমস্তাপুর (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি: 
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর ৯৩ তম জন্ম বার্ষিকি উদযাপন উপলক্ষে সেলাই মেশিন বিতরণ, অনলাইনে টাকা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল এগারোটায় উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পঙ্কজ কুমার দাস। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার ফিরোজ আলি, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আঃ হামিদ, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি নুর মোহাম্মদ প্রমুখ। সভা শেষে আট জন অসহায় দুঃস্থ নারীদের মাঝে শেলাই মেশিন বিতরণ ও অনলাইন এর মাধ্যমে আট জন অসহায় দুঃস্থ নারীকে দুই হাজার টাকা করে প্রদান করা হয়। এছাড়া বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর আত্মজীবনি তথ্য আপা অফিস প্রদর্শন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads