সারা দেশ

গোমস্তাপুরে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১১ মে, ২০২৩

নুর মোহম্মদ, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভ্যন্তরিণ বোরো ধান ও চাল সংগ্রহের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রহনপুর খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন গোমস্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। পরে উপজেলা প্রশাসন ও খাদ্য গুদাম আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তারেক—উজ—জামান, রহনপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম, মেসার্স নজরুল অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক খাদেমুল ইসলামসহ মিলার ও কৃষকরা।উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি অভ্যন্তরিণ বোরো মৌসুমে গোমস্তাপুর উপজেলায় ৯০৭ মেট্রিকটন ধান ও চাল পাঁচ হাজার ২৮৬ মেট্রিকটন চাল ক্রয় করা হবে বলে তাঁরা জানান। অ্যাপসের মাধ্যমে প্রকৃত কৃষকের কাছ থেকে ৩০ টাকা কেজি ধরে ধান ও ৪৪ টাকা ধরে চাল সংগ্রহ করা হবে। উদ্বোধনী দিনে কৃষক জামিলুর রহমানের কাছে ৩ মেট্রিকটণ ধান ও মিলার মেসার্স নজরুল ইসলাম অটো রাইস মিল ও আশরাফ ট্রেডাসের্র কাছে ৩ মেট্রিকটণ করে চাউল সংগ্রহ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads