গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল শেখ (২৫) নামে এক ইলেকট্রিশিয়ান নিহত হয়েছেন। আজ বুধবার বিকেলে শহরের পূর্ব মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইলেকট্রিশিয়ান সোহেল শেখ শহরের পূর্ব মিয়াপাড়া এলাকায় রাশেদ শেখের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকায় খালাতো বোন খুকু মনির বাসায় বিদ্যুতের কাজ করার সময় সোহেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক খন্দকার তাফরিহা রহমান জানিয়েছেন, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক নিতাই চন্দ্র সাহা জানান, ওই যুবকটি পাশের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা যান।