গোপালগঞ্জে জাতিয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছেভ
সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্দোগে এ র্যলির আয়োজন করা হয়।
সকাল সাড়ে নয়টায় জেলা প্রশাসকের র্কাযলয়ের সামনে থেকে শুরু হয় জেলা প্রশাসক মোঃ মোকলেচুর রহমান সরকার র্যলির নেতৃত্ত দেন।
র্যলিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবার ওই স্থানে এসে আলোচনার মধ্যে দিয়ে শেষ হয়।
আলোচনায় অন্যন্যে মধ্যে অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) শান্তি মনিচাকমা, এ এসপি সার্কেল সানোয়ার হোসেন, প্রমূখ অংশ নেয়।
র্যলিতে জেলার বিভিন্ন দফতর ও স্বেচ্চাসেবি সংস্থার র্কমর্কতা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থিরা উপস্তিত ছিলেন ।