গোপালগঞ্জে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ ও জনগনের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে “এটুআই” কর্তৃক কল সেন্টার “৩৩৩” বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল্লাহ আল বাকী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাম্মী আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, প্রসুন মন্ডল, সুব্রত সাহা বাপী, বাদল সাহা, এসএম নজরুল ইসলামসহ সরকারী কর্মকর্তা ও জেলায় কর্মরত সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
পরে কল সেন্টার “৩৩৩” নিয়ে কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা প্রশাসনের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। এছাড়া কল সেন্টার “৩৩৩” বিষয়ক ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
এ সময় জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, কল সেন্টার “৩৩৩” এর মাধ্যমে নাগরিকরা ও ০৯৬৬৬৭৮৯৩৩৩ নম্বরে কল করে প্রবাসী নাগরিকরা সরকারী সেবা, জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাদের সাথে যোগাযোগ ও পর্যটক আকর্ষণের স্থান সমূহ, ই-টিন সংক্রান্ত তথ্য ও সেবা, আবহাওয়া তথ্য এবং জেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য পাবেন। এর পাশাপশি বিভিন্ন অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের নাগরিক সেবার তথ্য প্রদান অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা কার্যক্রম “৩৩৩” এর মাধ্যমে বাস্তবায়নের কার্যক্রম চলছে।





