গোপালগঞ্জ জেলা, বাগেরহাট জেলার মোল্লাহাট ও খুলনা জেলার তেরখাদা এলাকায় আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পাওয়ার গ্রীড কোম্পানি অব বাংলাদেশের ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এমন তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গোপালগঞ্জ উপকেন্দ্রে থেকে মাদারীপুর উপকেন্দ্র পর্যন্ত ১৩২ কেভি সঞ্চালন লাইনটি গোপালগঞ্জ ৪০০ কেভি গ্রীড উপকেন্দ্রের সাথে ইন-আউট করাসহ বার্ষিক সংরক্ষণ কাজের জন্য সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গোপালগঞ্জ জেলাসহ বাগেরহাটের মোল্লাহাট ও খুলনার তেড়খাদা এলাকার সর্ব সাধারনের সাময়িক অসুবিধার জন্য পাওয়ার গ্রীড কোম্পানী অব বাংলাদেশ আন্তরিকভাকে দুঃখ প্রকাশ করে সবার সহযোগিতা কামনা করেছে।