লক্ষ্মীপুরে সাবরিনা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি সাবরিনাকে শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামী। আজ সোমবার দুপুরে সদর উপজেলার উত্তর টুমচর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত গৃহবধূ পৌর শহরের শাখাড়ী পাড়া এলাকার হোসেন আহম্মদের মেয়ে ও উত্তর টুমচর গ্রামের মো. রনির স্ত্রী। এছাড়া সে লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের নবম শ্রেণীর ছাত্রী।
সাবরিনার বড় বোন রুনা আক্তার জানায়, দুপুরে সাবরিনার শ্বশুর বাড়ী থেকে জানানো হয় সে মারা গেছে। তাৎক্ষণিক তারা সাবরিনার শ্বশুর বাড়িতে গিয়ে দেখতে পান তাকে ঘরে শুইয়ে রাখা হয়েছে। তখন সাবরিনার স্বামী ও শ্বশুর বাড়িতে ছিলেন না। পরে দুপুর ২টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি জানান, গত ২ মাস পূর্বে শাকচর ইউনিয়নের উত্তর টুমচর গ্রামের মানিক ব্যাপারী বাড়ীর আমির হোসেনের ছেলে রনি প্রেমের সম্পর্ক করে সাবরিনাকে বিয়ে করে। বিয়ের পর থেকে রনি তার বোনকে প্রতিনিয়তই মারধর করতো। বিভিন্ন সময় মেরে ফেলার হুমকি দিতো।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, নিহত সাবরিনার পরিবারের দাবি তাকে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।





