নিজস্ব প্রতিবেদক:
গুম নিয়ে কমিশন গঠন, আইনি প্রক্রিয়ার স্বচ্ছতায় স্বরাষ্ট্রের নির্দেশনা এবং যে কোনো বিষয়ে প্রতিবাদের জন্য সুনির্দিষ্ট স্থান নির্ধারণ ও সমাধানসহ নানা বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৈঠকের বরাত দিয়ে তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোচনা করেছি বন্যা পরিস্থিতি নিয়ে। এ নিয়ে আমাদের সরকারের কী করণীয়, এই পরিস্থিতিতে ভুক্তভোগীদের জন্য আমরা কী করবো, সরকারের সঙ্গে কেমন করে সমন্বয় করবো এবং একই সঙ্গে এই বন্যার কারণ কী, এরকম নজিরবিহীন বন্যা এড়িয়ে চলতে আমরা কী কী করতে পারি, এসব নিয়ে আলোচনা হয়েছে।
এ উপদেষ্টা আরও বলেন, আমাদের সিদ্ধান্ত হলো, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলাগুলোতে উপদেষ্টা পরিষদের সদস্যরা যাবেন। এরই মধ্যে ত্রাণ উপদেষ্টা আজ ফেনী যাচ্ছেন। তিনি ত্রাণ কাজে সমন্বয়ের চেষ্টা করবেন। কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে এটি সমন্বয়েরও আলোচনা হয়েছে।
রিজওয়ানা হাসান বলেন, এমন ভয়াবহ বন্যায় কী ধরনের আগাম সতর্কতা আমরা পেতে পারি, আমাদের আগাম সতর্ক করা হয়েছিল কি না, ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে রাষ্ট্রগুলো কী কী পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে কথা বলতে প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের একটি বৈঠক হয়েছে।
‘বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতি নিরূপণ ও বন্যার্তদের পুনর্বাসন পর্যন্ত আমাদের নজরদারিতে থাকবে’- যোগ করেন রিজওয়ানা।