কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী থেকে নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে। সড়কটি দ্রুত সংস্কার দাবি করেছেন এলাকাবাসী ও পথচারীরা।
সরেজমিন ঘুরে জানা গেছে, নাঙ্গলকোট উপজেলার সাতবাড়িয়া ও বক্সগঞ্জ থেকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী বাজারে যোগাযোগের একমাত্র সড়ক ‘গুণবতী-সাতবাড়িয়া সড়ক’। গুণবতীতে রেলষ্টেশন থাকায় প্রতিদিন বিভিন্ন এলাকার হাজার হাজার মানুষ এ সড়ক দিয়ে যাতায়াত করে। জনগুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্নস্থানে দীর্ঘদিন ধরে ভাঙা ও গর্ত থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামতের উদ্যোগ নেয়নি। বিশেষ করে সড়কের সেবাখোলা এলাকায় ৬-৭ বছর ধরে ডাকাতিয়া নদীর পাশে ফাটল রয়েছে। সম্প্রতি ফাটল বড় আকার ধারণ করেছে। ফলে যে কোন সময় সড়কটির বিশাল অংশ ডাকাতিয়া নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা করেছেন পথচারীরা। তাছাড়া সামনের বর্ষা শুরু হলে সড়কের অবস্থা আরও বেহাল হবে। স্থানীয়রা সড়কটির ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
গুণবতী-সাতবাড়িয়া সড়কে নিয়মিত যাতায়াতকারী জসিম উদ্দিন, কুলসুম বেগম, আকবর হোসেনসহ কয়েকজন বলেন, ‘দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল দশা হলেও কেউ সংস্কারে উদ্যোগ নিচ্ছে না। যে কোন মুহুর্তে একটি দুর্ঘটনা ঘটলে ঠিকই উর্ধ্বতন কর্তৃপক্ষ আসবে। সেজন্য দুর্ঘটনার আগেই যদি সড়ক মেরামত করা হয় তাহলে মানুষের ভোগান্তি কমবে’।
এ ব্যাপারে সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা নির্বাহী প্রকৌশলী ড. আহাদ উল্যাহ বলেন, ‘আপনার মাধ্যমে বিষয়টি জেনেছি। খোঁজ নিয়ে দেখবো’।