গুজব ছড়িয়ে দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

ছবি: বাংলাদেশের খবর

জাতীয়

গুজব ছড়িয়ে দেশের অগ্রযাত্রাকে কেউ থামাতে পারবে না: নৌ পরিবহন প্রতিমন্ত্রী

  • কেরানীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ৫ অগাস্ট, ২০১৯

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, গুজব ছড়িয়ে কেউ দেশের অগ্রযাত্রাকে থামাতে পারবে না। একটি চক্র বন্যা, ডেঙ্গু ও পদ্মা সেতু নিয়ে গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে এক নির্দোষ মাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। এখন নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে।কিন্তু ওই চক্রটি গুজব ছড়িয়ে রাজনৈতিকভাবে অতিতে যেমন সফল হয়নি তেমনি বর্তমানেও সফল হবে না।

আজ সোমবার বিআইডব্লিউটিএ’র সদরঘাটে ঢাকা নদী বন্দরে আসন্ন ঈদ উপলক্ষে নিরাপদ যাত্রা নিশ্চিত কল্পে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময়ও গুজব ছড়ানো হয়েছিল। কিন্তু আমরা সেই গুজব মোকাবেলা করে বিজয় অর্জন করেছি। বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান দেশ-বিদেশে নানা গুজব ছড়িয়েছিল । কিন্ত সেই গুজবে তিনি সফল হননি এবং সেই গুজবের একটিও প্রমাণিত হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, ১৯৭৫ সালে শুধু একটি পরিবারকে হত্যা নয় বরং জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাঙ্গালী জাতিকে ধবংস করার ষড়যন্ত্র করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বন্যা মোকাবেলা করছি এবং ডেঙ্গুর বিরুদ্ধেও প্রতিরোধমুলক ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেন, প্রিয়া সাহার বক্তব্য নিয়ে দেশে সমস্য হয়েছিল। কিন্ত সেই সমস্যাও সমাধান করা হয়েছে। এদেশের জনগণকে রক্ষার দায়িত্ব একমাত্র শেখ হাসিনার ও আওয়ামী লীগেরই আছে । যা অন্য কোন ব্যক্তি বা দলের নেই।

ঈদ যাত্রায় এবার যেন নৌ-পরিবহনে কোনো ধরনের ডেঙ্গু ছড়াতে না পারে সেজন্য সবাইকে সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সচিব মোঃ আবদুস সামাদ,বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মাহবুব-উল ইসলাম,নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর সৈয়দ আরিফুল ইসলাম, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান প্রনয় কান্তি বিশ্বাস, বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহসভাপতি শাহিদুল ইসলাম ভুইয়া ও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মোঃ শাহ আলম প্রমুখ।

প্রতিমন্ত্রী এর আগে সদরঘাট পার্কিং এলাকা, সদরঘাট টার্মিনাল ও লঞ্চে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে সচেনতামূলক র‌্যালী এবং পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads