গুগলের স্মার্ট ডিসপ্লে হোম হাবের নতুন সংস্করণের ঘোষণা এসেছে গুগল আইও সম্মেলনে। নতুন ডিভাইসটির নাম হবে নেস্ট হাব ম্যাক্স। এতে থাকবে ১০ ইঞ্চির লম্বা ডিসপ্লে।
বিল্টইন ক্যামেরাটি হবে ৬ দশমিক ৫ মেগাপিক্সেলের। এতে দুটি স্টেরিও স্পিকারও থাকবে। ব্যবহারকারীদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে যাতে চিন্তা করতে না হয়, তা নিশ্চিত করতে সবুজ একটি ইন্ডিকেটর দেওয়া হয়েছে। ক্যামেরা চালু আছে কি না, তা এই ইন্ডিকেটর দেখে বুঝতে পারবেন ব্যবহারকারীরা। চাইলে ক্যামেরা ফিচারটি ডিজঅ্যাবল করেও রাখা যাবে। ক্যামেরা ও মাইক্রোফোন অফ রাখতে চাইলে ডিভাইসে থাকা একটি সুইচ টিপতে হবে।
এতে আবহাওয়ার তথ্য, ইউটিউব ভিডিও, গুগল অ্যাসিস্ট্যান্ট ও নেস্ট সিকিউরিটি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখার ফিচার থাকবে। চাইলে ডিভাইসটি দিয়ে সিসি টিভির কাজও চলানো যাবে। এতে ভিডিও ও স্টিল ছবিও দেখা যাবে।
ডিভাইসটির বেসিক কাজগুলোর সঙ্গে গুগল হোম স্পিকারের মিল থাকবে। নেস্ট হাব ম্যাক্সের দাম ধরা হয়েছে ২২৯ ডলার।
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে নতুন একটি তথ্য দিয়েছে গুগল। ফোল্ডেবল ফোন আনতে কাজ চালিয়ে যাচ্ছে তারা। ডিভাইসটির ডিজাইন এখনো চূড়ান্ত হয়নি। তাই ডিভাইসটি এখনই বাজারে আসছে না।