দৈনন্দিন জীবনে যে-কোনো অজানা তথ্য জানতে হলে আমরা Google Search-এর ওপরেই ভরসা করি। সিনেমা, ওয়েবসাইট, ঠিকানা, গান বা যে-কোনো ধরনের তথ্যের জন্যই আমাদের একমাত্র ভরসা Google স্যারের কোচিং! তবে কখনোসখনো ড়েড়মষব-এর ওপর চোখ বন্ধ করে ভরসা করার পরিণাম খারাপ হতে পারে।
কারণ, বেশিরভাগ সময় Google Search-এর তথ্য কোনোভাবে যাচাই করা হয় না। তাই যে কেউ Google Search-‰ নিজের পছন্দের তথ্য দিয়ে আপনাকে ঠকাতে পারে। এমনই এক পরিস্থিতিতে আপনার অতি অবশ্যই জেনে নেওয়া জরুরি যে, Google-এ কোন কোন জিনিস Search করা উচিত নয়। দেখে নিন-
কাস্টমার কেয়ার নম্বর : কোনো কাস্টমার কেয়ারের মোবাইল নম্বর Google-এ Search করবেন না। প্রতারণার জন্য এটি খুবই জনপ্রিয় এক উপায়। অনেক সময় প্রতারকরা Google Search-এ ভুয়ো কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে। তাই যে-কোরো কাস্টমার কেয়ারে ডায়াল করার আগে তা ভালো করে যাচাই করে নিন।
অনলাইন ব্যাংকিং ওয়েবসাইট : অনলাইন ব্যাংকিংয়ের জন্য ওয়েবসাইটে লগ ইন করার আগে Google Search-এর রেজাল্ট সব সময় দ্বিতীয়বার পরীক্ষা করে নিন। সম্পূর্ণভাবে নিশ্চিত হলে তবেই লগ ইন করার জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড দিন। না হলে আপনার অনলাইন ব্যাংকিংয়ের পাসওয়ার্ড সহজেই হ্যাকারদের হাতে পৌঁছে যাবে।
অ্যাপ ডাউনলোড : অ্যাপ ডাউনলোড করার জন্য কখনো Google Search করবেন না। প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরের মতো অফিশিয়াল ওয়েবসাইটগুলো থেকেই অ্যাপ ডাউনলোড করুন। Google Search থেকে ডাউনলোড করা অ্যাপে ম্যালওয়্যার থাকতে পারে।
শরীর খারাপের জন্য ওষুধ খোঁজা : শরীর খারাপ হলে Google Search-এর মাধ্যমে খবরদার ওষুধ খুঁজতে যাবেন না। তার চেয়ে বরং ডাক্তার দেখান। এ ছাড়া যে-কোনো ওষুধ সম্পর্কে জানতে Google Search-এর পরিবর্তে ডাক্তারের সঙ্গে কথা বলুন।
ওজন কমানো ও মেডিকেল টিপস : Google Search-এর মাধ্যমে খুঁজে পাওয়া, ওজন কমানো ও অন্যান্য শারীরিক পরামর্শ চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। ডায়েটে পরিবর্তন করতে হলে ডায়েটিশিয়ানের সঙ্গে যোগাযোগ করুন। ওজন কমাতে চাইলে ডাক্তারের পরামর্শ নিন।
স্টক মার্কেট ও আর্থিক পরামর্শ : যে-কোনো ধরনের আর্থিক সাহায্য অথবা স্টক মার্কেট সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ড়েড়মষব থেকে না খোঁজাই ভালো। পৃথিবীতে এমন কোনো লগ্নির প্ল্যান নেই, যা সবাইকে ধনী করবে। তাই আর্থিক লগ্নির সময় Google Search থেকে নিজেকে দূরে রাখুন।
সরকারি ওয়েবসাইটের URL : Google Search থেকে পাওয়া যে-কোনো সরকারি ওয়েবসাইটের টজখ সব সময় যাচাই করে নিন। নিকটবর্তী হাসপাতাল, পৌরসভার ওয়েবসাইটের নামে ভুয়ো ওয়েবসাইট তৈরি করে অনেক সময় প্রতারণার ফাঁদ পাতা হয়। তাই Google Search -এর পরিবর্তে সরাসরি URL টাইপ করে লগ ইন করুন।
ই-কমার্স ওয়েবসাইটের কুপন : ভুয়ো ই-কমার্স ওয়েবসাইটের মাধ্যমে নিয়মিত প্রতারণা চলতে থাকে। তাই যে-কোনো ই-কমার্স ওয়েবসাইট সরাসরি টাইপ করে ওপেন করুন। Google Search-এর ভরসা না করাই ভালো। এ ছাড়া ই-কমার্স ওয়েবসাইটের কুপন খোঁজার জন্যও ড়েড়মষব-এর ব্যবহার করবেন না। এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার ডিভাইসে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে, যা আপনার ব্যাংকিং তথ্য হ্যাকারদের হাতে পৌঁছে দিতে পারে।