বেশিরভাগ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর ফোন নম্বর গুগল বা জিমেইল আইডির সঙ্গে সিনক্রোনাইজ করা থাকে। ফলে ফোন হারিয়ে গেলেও নম্বর হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই।
তবে অনেক সময় আইডি হ্যাক হলে কিংবা পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইল আইডিটি হারিয়ে যেতে পারে। তাই গুগলে থাকা ফোন নম্বরগুলো চাইলে অফলাইনে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারেন।
প্রথমে এই ঠিকানা contacts.google.com ওয়েবসাইটে গিয়ে জিমেইল ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে।
তারপর গুগলে সংরক্ষিত থাকা ফোন নম্বরগুলো প্রদর্শিত হবে। সেখান থেকে যেকোনো একটি ফোন নম্বরের বাম পাশে কার্সর নিয়ে একটি বক্সে ক্লিক করে তা নির্বাচন করতে হবে।
এরপর ওপরে ‘1 selected’ নামে একটি অপশন প্রদর্শিত হবে। সেখান থেকে সবগুলো নম্বর নির্বাচন করতে হবে।
তারপর ডান সাইডে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করে ‘export’ অপশনে ক্লিক করতে হবে।
নতুন একটি পপআপ দেখা যাবে। সেখান থেকে ‘google csv’ অপশনটি নির্বাচন করে ‘বীঢ়ড়ৎঃ’ বাটনে ক্লিক করতে হবে। এ ছাড়া আইওএস ও আউটলুক ডিভাইসের ফোন নম্বরগুলো নিতে চাইলে নিচে থাকা অপশনগুলো প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে ‘export বাটনে ক্লিক করতে হবে।
এভাবে গুগলে থাকা ফোন নম্বরগুলো অফলাইনে ব্যাকআপ নেওয়া যাবে।