গুগলের যত নতুন পণ্য

পোর্টফলিওতে নতুন নতুন পণ্য যুক্ত করছে গুগল

ছবি : ইন্টারনেট

বিজ্ঞান ও প্রযুক্তি

গুগলের যত নতুন পণ্য

  • প্রকাশিত ১৪ অক্টোবর, ২০১৮

প্রযুক্তিপণ্যের বাজারে অবস্থান পাকা করতে পোর্টফলিওতে নতুন নতুন পণ্য যুক্ত করছে গুগল। গত সপ্তাহেই প্রতিষ্ঠানটি স্মার্টফোনসহ স্মার্ট হোম ইকোসিস্টেমের বেশ কয়েকটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে। এর মধ্যে পিক্সেল থ্রি এবং পিক্সেল থ্রি এক্সএল নিয়ে আলোচনা ছিল সবচেয়ে বেশি। এর বাইরে আছে গুগল হোম হাব, গুগল পিক্সেল স্লেট ও নতুন মডেলের ক্রোমকাস্ট। নতুন এসব ডিভাইসে কী রয়েছে তা নিয়ে বিস্তারিত লিখেছেন শাহাদাত হোসেন

পিক্সেল থ্রি ও পিক্সেল থ্রি এক্সএল

পিক্সেল সিরিজের নতুন আকর্ষণ এ স্মার্টফোন দুটি। পিওর ফ্ল্যাগশিপ হিসেবে এ সিরিজের আগের স্মার্টফোনগুলোও ব্যাপক গ্রাহকপ্রিয়তা পেয়েছিল।

পিক্সেল থ্রি ডিভাইসে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে থাকলেও পিক্সেল থ্রি এক্সএলে থাকছে ৬ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে, যা এখন পর্যন্ত গুগলের সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন। দুটি সংস্করণেই ব্যবহার করা হয়েছে হাই ডেফিনেশন ওএলইডি ডিসপ্লে। পিক্সেল থ্রি এক্সএলের সঙ্গে আগের এক্সএল ডিভাইসগুলোর দৃশ্যত বড় পার্থক্য হলো এর নচ। এক্ষেত্রে গুগলের ভাষ্য হলো, বড় এজ-টু-এজ ডিসপ্লে পাওয়ার ক্ষেত্রে নচ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে পিক্সেল থ্রিতে কোনো নচ থাকছে না।

ক্যামেরার দিক থেকে তেমন কোনো চমক পাওয়া যাবে না নতুন স্মার্টফোন দুটিতে। দুটি ফোনেই রিয়ার ক্যামেরা হিসেবে সিঙ্গেল লেন্স ক্যামেরা থাকলেও ব্যবহার করা হয়েছে ডুয়েল লেন্সের ফ্রন্ট ক্যামেরা। দুটি ফোনেই থাকছে ১২ দশমিক ২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরা হিসেবে ব্যবহার করা হয়েছে ৮ মেগাপিক্সেল সেন্সরের ডুয়েল ক্যামেরা, যার একটি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করা গ্রুপ সেলফি তোলা যাবে আরো সহজে।

নতুন দুই পিক্সেল স্মার্টফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৪ গিগাবাইট র‍্যাম ও ৬৪/১২৮ গিগাবাইট বিল্টইন স্টোরেজ ক্যাপাসিটি। পিক্সেল থ্রি স্মার্টফোনে আছে ২৯১৫ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং থ্রি এক্সএলে থাকছে ৩৪৩০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ইতোমধ্যেই স্মার্টফোন দুটির জন্য অগ্রিম বুকিং নিতে শুরু করেছে গুগল। পিক্সেল থ্রি ৬৪ জিবি ভ্যারিয়েন্টের দাম ৭৯৯ ডলার এবং থ্রি এক্সএলের ৬৪ গিগাবাইট ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। তবে ১২৮ জিবি ভ্যারিয়েন্ট কেনার জন্য গুনতে হবে বাড়তি ১০০ ডলার।

গুগল পিক্সেল স্লেট

দীর্ঘ সময় পর আবারো ট্যাবের বাজারে প্রবেশ করল গুগল। এবারের পণ্য পিক্সেল স্লেট। ক্রোম অপারেটিং সিস্টেমচালিত এ ট্যাবে ব্যবহার করা হয়েছে ইন্টেল প্রসেসর। থাকছে ৮ গিগাবাইট ও ১৬ গিগাবাইট র‍্যাম। ডিভাইসটিতে আরো ব্যবহার করা হয়েছে ইউএসবি-সি পোর্ট।

ট্যাবটি একই সঙ্গে স্মার্ট কভার ও স্টাইলাস পেন ব্যবহার উপযোগী। কবে নাগাদ এটি বাজারে আসবে সে ব্যাপারে এখনো কিছু জানায়নি গুগল। ডিভাইসটির দাম পড়বে ৫৪৯ পাউন্ড। তবে কিবোর্ডযুক্ত স্মার্ট কভার কিনতে খরচ করতে হবে বাড়তি ১৮৯ পাউন্ড। এর সঙ্গে স্টাইলাসের দাম পড়বে ৯৯ পাউন্ড।

গুগল হোম হাব

আইওটি বা স্মার্ট হোম ইকোসিস্টেম এখন খুবই আলোচিত বিষয়। বেশ কিছু প্রতিষ্ঠান আইওটির জন্য ডিভাইস তৈরি করছে। এ তালিকায় আছে গুগলও। গত সপ্তাহে প্রতিষ্ঠানটি এনেছে অ্যামাজন ইকো শোর প্রতিদ্বন্দ্বী ডিভাইস হোম হাব। ট্যাবের মতো ডিজাইন হলেও এর ৭ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লেতে স্পর্শ করার প্রয়োজন পড়বে না। শুধু কথা বলেই নির্দেশনা দেওয়া যাবে ডিভাইসটিকে। গুগল অ্যাসিস্ট্যান্টভিত্তিক এ ডিভাইসের ডিসপ্লেতে দেখা যাবে ক্যালেন্ডার, ইভেন্ট নোটিফিকেশন, ট্রাফিক আপডেট প্রভৃতি তথ্য। এছাড়া গুগল ফটোজে থাকা ছবি স্লাইড শো আকারেও দেখাবে এটি।

এতে কোনো ওয়েব ব্রাউজার থাকছে না। তবে বেসিক ইন্টারফেস থেকে অন্যান্য স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের সুযোগ থাকছে। এছাড়া স্মার্টফোন থেকেই গুগল অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে ডিভাইসটিতে বিভিন্ন কাজ করা যাবে। ২২ অক্টোবর থেকে হোম হাব বাজারে পাওয়া যাবে। দাম ১৩৯ পাউন্ড।

ক্রোমকাস্ট

তিন বছর পর ক্রোমকাস্টের নতুন আপডেট আনল গুগল। ডিজাইনের দিক থেকে কিছুটা আপডেট আনা হয়েছে নতুন সংস্করণে। এর বাইরে থাকছে কিছু নতুন ফিচারও। গুগল জানিয়েছে, নতুন ডিভাইসটি আগের চেয়ে ১৫ শতাংশ দ্রুতগতির এবং ১০৮০ পিক্সেলে ৬০ ফ্রেম পার সেকেন্ড পর্যন্ত ভিডিও প্লেব্যাক সমর্থন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads