গায়েবি মামলা বলে কোনো কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

সংগৃহীত ছবি

অপরাধ

গায়েবি মামলা বলে কোনো কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ জানুয়ারি, ২০১৯

গায়েবি মামলা বলে কোনো কিছু নেই উল্লেখ করে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মামলা হয়।

তিনি বলেন, গায়েবি মামলা বলতে কোনো কিছু আমাদের অভিধানে নেই। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আসামির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়,’ বলেন তিনি।

রাজধানীর ধানমণ্ডিতে ১৯ জানুয়ারির বিজয় সমাবেশ সফল করতে আয়োজিত কর্মী সভায় এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, তবে পুলিশি তদন্তে কেউ নির্দোষ প্রমাণিত হলে খালাস পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, যে সকল মামলা হয় সে সকল মামলায় আসামি দোষী প্রমাণিত হলেই কেবল বিচার বিভাগ তার বিচার করেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads