গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

জাতীয়

গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

  • গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত ১২ ডিসেম্বর, ২০১৮

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ভাংচুর ও বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এ সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে তারা। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। সেই সাথে বেশ কয়েকটি পোশাক কারখানা ভাংচুর ও বিক্ষোভ করে শ্রমিকরা।

শ্রমিক সূত্রে জানায়, কোনাবাড়ি ও জরুন এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ করা হয়। এসময় ওই এলাকার যমুনা, গ্রীনল্যান্ড, ওয়াক-ফি, এম এম নিট ওয়্যার, তুসুকাসহ আশে-পাশের বেশ কয়েকটি পোশাক কারখানা ও মার্কেটে ইট-পাটকেল নিক্ষেপ এবং ভাংচুর করেন শ্রমিকরা।

দুপুর ১২টার দিকে শ্রমিকরা কোনাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাঁঠ, বাঁশ ফেলে অবরোধ ও ভাংচুর করেন। এতে করে মহাসড়কে যানজট সৃষ্টি হয়ে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) কোনাবাড়ি থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে কয়েক রাউন্ড কাদানো গ্যাস নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

কোনাবাড়ি মেট্রোপলিটন (জিএমপি) থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কলিন্দ্র নাথ গোলদার জানান, বুধবার সকালে বিক্ষোভকারী শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কোনাবাড়ি এলাকায় বেশ কিছু পোশাক কারখানার গ্লাস ও গেট ভাংচুর করে এবং এক পর্যায়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। খবর পেয়ে সংঙ্গীয় ফোর্স নিয়ে কয়েক রাউন্ড কাদানো গ্যাস নিক্ষেপ করলে তাঁরা ছত্রভঙ্গ হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads