খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আন্দোলন করায় দুইজন শিক্ষার্থীকে বহিস্কার এবং ছাত্রদের দাবির প্রতি সংহতি জানানোর কারণে তিনজন শিক্ষককে বহিস্কার ও অপসারণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে গাইবান্ধায় প্রগতিশীল ছাত্র জোট বিক্ষোভ সমাবেশ করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেছ সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক মৈয়েত্রী হাসান জয়িতা, ছাত্র ফ্রন্ট জেলা সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, জেলা নেতা মাহাবুব আলম মিলন প্রমুখ।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র যদি মুক্তভাবে মত প্রকাশ করতে না পারে তাহলে সাধারণ মানুষ কিভাবে তাদের মত প্রকাশ করবে, অধিকারের কথা বলবে। তারা অবিলম্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল করার দাবি জানান।