ভারতের উত্তরপ্রদেশ লাখনৌতে চলছে তীব্র তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে লড়াই করার জন্য এক অনন্য পদক্ষেপ নিয়েছে লাখনৌ ট্রাফিক পুলিশ। গরমে মাথা ঠাণ্ডা থাকতে কর্মীদের মাথায় দেয়া হয়ছে ‘এসি হেলমেট’। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, তীব্র গরমে ট্রাফিক পুলিশ কর্মীদের কাজ সহজ করার জন্য নেয়া হয়েছে এমন উদ্যোগ। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হেলমেটগুলো পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হচ্ছে।
লাখনৌর ট্রাফিক পুলিশের অতিরিক্ত কমিশনার অজয় কুমারের মতে, এই ধরনের হেলমেটগুলো প্রয়োজন অনুসারে বিভিন্ন বিভাগে সরবরাহ করা হবে। এই হেলমেটগুলো পরীক্ষামূলক ভিত্তিতে কানপুর ট্র্যাফিক পুলিশকে দেয়া হচ্ছে। সফল প্রমাণিত হলে, পরবর্তীতে পুরো রাজ্য জুড়ে কর্মকর্তাদের দেয়া হবে।
হেলমেটটি আইআইএম ভাদোদরার ছাত্রদের দ্বারা ডিজাইন করা হয়েছে এবং এটি ব্যাটারি দ্বারা চালিত। একবার চার্জ দিলে চলবে প্রায় আট ঘণ্টা। হেলমেটে এসি ভেন্ট রয়েছে যাতে মাথায় ঠাণ্ডা বাতাস আসে।
 
                                 
                                 
                                         
                                         
                                         
                                        





