গফরগাঁওয়ে আগুনে পুড়ে প্রতিবন্দ্বী শিশুর মৃত্যু

অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ঘর

ছবি : বাংলাদেশের খবর

দুর্ঘটনা

গফরগাঁওয়ে আগুনে পুড়ে প্রতিবন্দ্বী শিশুর মৃত্যু

  • গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ ডিসেম্বর, ২০১৮

ময়মনসিংহের গফরগাঁওয়ে বসত বাড়িতে অগ্নিকাণ্ডে মিরাজ মিয়া (১২) নামে এক প্রতিবন্দ্বী শিশু ঘটনাস্থলেই মারা গেছে। এ সময় বসত ঘরসহ ৫টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার পাঁচবাগ ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের বাবুল মাস্টারের বাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়।

স্থানীয় সূত্রে জানা যায়, অাজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার পাঁচবাগ ইউনিয়নের বাবুল মাস্টারের বাড়িতে বসত ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তে আগুন বাড়ির অন্য ঘরগুলোতে ছড়িয়ে পরে। এ সময় ঘরের ভিতর থাকা বাবুল মাস্টারের বাক ও শারীরিক প্রতিবন্দ্বী শিশুপুত্র মিরাজ মিয়া আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভায়। ততক্ষনে বসত ঘরসহ ৫টি ঘর পুরে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের টিম লীডার আনছার উদ্দিন বলেন, ‘ছেলেটি শারীরিক ও বাক প্রতিবন্দ্বী। ঘর থেকে ঘর থেকে বের হতে না পারায় আগুনে পুড়ে মারা গেছে। আগুন নেভানো হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করা হচ্ছে’।

স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুল ইসলাম ফকরুল ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads