গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপায় বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামী লীগ প্রধান কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ধলরাহচন্দ্র ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগসহ সহযোগিতা সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।