গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

ছবি : বাংলঅদেশের খবর

দুর্ঘটনা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ অগাস্ট, ২০১৯

মুন্সীগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৫ টায় গজারিয়ায়র ভাটেরচর নতুন রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো: আনোয়ার হোসেন (৪২)। সে মেঘনা উপজেলায় হিজলতলী গ্রামের মান্নান ভূইঁয়ার ছেলে।

ঘটনার প্রত্যক্ষদর্শী নিহতের স্ত্রী পারুল বেগম জানান, পেশায় তিনি একজন স্বাস্থ্য কর্মী। বর্তমানে তিনি মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত রয়েছেন। চট্টগ্রামে পেশাগত ট্রেনিং শেষে তার স্বামী আনোয়ার হোসেন তাকে নিয়ে বাড়ী ফিরছিলেন। সোমবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়ার ভাটেরচর নতুন রাস্তা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস থেকে নেমে রাস্তায় পারাপার হবার সময় কুমিল্লাগামী একটি যাত্রীবাহী বাস তার স্বামী আনোয়ার হোসেনকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads