খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি আজ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

সংরক্ষিত ছবি

আইন-আদালত

খালেদা জিয়ার বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলার শুনানি আজ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৭ ফেব্রুয়ারি, ২০১৯

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ।

গত ২৪ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার আইনজীবী এ জে এম মোহাম্মদ আলীসহ অন্যরা শুনানি পেছানোর আবেদন করেন। পরে উভয়পক্ষের শুনানি শেষে ৭ ফেব্রুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আদালত।

দুর্নীতির দুই মামলায় কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি নেত্রী গত বছরের ফেব্রুয়ারি থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে আছেন। তার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার বিচার কারাগারের ভেতরে অস্থায়ী এজলাসে হলেও গ্যাটকো মামলা চলছে বকশীবাজারে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থায়ী এজলাসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads