কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে গেছেন তার স্বজনরা।
আজ মঙ্গলবার দুপুর তিনটার কিছুটা পরে হাসপাতালের কেবিন ব্লকে চিকিৎসাধীন বেগম জিয়াকে দেখতে ও তার শারীরিক খোঁজখবর নিতে হাসপাতালে যান তার পরিবারের সদস্যরা।
গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।
দিদার জানান, পরিবারের সদস্যদের মধ্যে বেগম খালেদা জিয়ার সেজ বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার, আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা রয়েছেন।
এর আগে গত ৫ জানুয়ারি ও সবশেষ গত ২৪ জানুয়ারি বেগম জিয়ার সঙ্গে তার স্বজনরা সাক্ষাৎ করেছিলেন।





