খালিয়াজুরীর কৃষ্ণপুরে সড়ক নির্মান কাজের উদ্বোধন

ছবি : বাংলাদেশের খবর

যোগাযোগ

খালিয়াজুরীর কৃষ্ণপুরে সড়ক নির্মান কাজের উদ্বোধন

  • নেত্রকোনা ও খালিয়াজুরী প্রতিনিধি
  • প্রকাশিত ২৫ জানুয়ারি, ২০১৯

আজ শুক্রবার নেত্রকোণার খালিয়াজুরীতে কৃষ্ণপুরের আরসিসি রাস্তার শুভ উদ্ভোধন করা হয়েছে। ১৩৬০ মিটার দৈর্ঘ্যের রাস্তাটি শুভ উদ্ভোধন করেন খালিয়াজুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম কিবরিয়া জব্বার।

এতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক, সাংগঠনিক সম্পাদক সুমন চক্রবর্তী ও কৃষ্ণপুরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ১ কোটি ৫ লক্ষ টাকা বরাদ্দের রাস্তাটির কাজ আগামী জুন মাসের মধ্যে সম্পন্ন হবে।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম আবু ইছহাক বলেন, কৃষ্ণপুরের লোকজনের অনেক দিনের স্বপ্ন বস্তবায়ন হচ্ছে। তিনি আরো বলেন, রাস্তার কাজ সম্পন্ন হলে কৃষ্ণপুর ইউনিয়নের লোকজনের চলাচলের দুর্দশা দূর হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads