খালিয়াজুরীতে দীপু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

নেত্রকোনার খালিয়াজুরীর স্কুল ছাত্র দীপু হত্যাকারিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

খালিয়াজুরীতে দীপু হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

  • নেত্রকোনা ও খালিয়াজুরী প্রতিনিধি
  • প্রকাশিত ৩ জানুয়ারি, ২০১৯

নেত্রকোনার খালিয়াজুরীর স্কুল ছাত্র দীপু সরকার (১৫) হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন হয়েছে। বৃহষ্পতিবার দুপুরে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করেন দীপুর শিক্ষক, অভিভাবক ও সহপাঠিরা।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা জানান, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও খালিয়াজুরী কাদিরপুর গ্রামের মন্টু সরকারের ছেলে দীপু সরকারকে ২৫ ডিসেম্বর রাতে দুবৃর্ত্তরা নির্মম ভাবে হত্যা করে। ঘটনার পর একই গ্রামের প্রনজিত সরকার রবীন্দ্রসহ ১৮ জনকে আসামী করে নিহত দীপুর বাবা বাদি হয়ে খালিয়াজুরী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মানববন্ধনে আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসিরও দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত দীপুর বাবা মন্টু সরকার, খালিয়াজুরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্র বিশ্বাস, উপজেলা যুবলীগ নেতা আরিফুল ইসলাম ফালাক, স্থানীয় ইউপি সদস্য নীতেশ রঞ্জনসহ দীপুর সহপাঠিরা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads