ক্ষমতাসীন স্বৈরাচারের অবসান ঘটাতে হবে : বি. চৌধুরী

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী

সংরক্ষিত ছবি

রাজনীতি

ক্ষমতাসীন স্বৈরাচারের অবসান ঘটাতে হবে : বি. চৌধুরী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ সেপ্টেম্বর, ২০১৮

সরকারকে স্বেচ্ছাচারী আখ্যা দিয়ে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, ক্ষমতাসীন স্বৈরাচারী সরকারের অবসান ঘটাতে হবে। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর মতিঝিলের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারে বাংলাদেশ নির্মাণ শ্রমিক সংগ্রাম পরিষদের (বিএনএসএসপি) কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। একই দিন অপর এক অনুষ্ঠানে তিনি বলেন, নিয়ন্ত্রিত নির্বাচন রুখে দেবে জনগণ।

বি. চৌধুরী বলেন, ক্ষমতাসীন স্বৈরাচারকে হটিয়ে দেশের জনগণ অন্য একজন স্বেচ্ছাচারকে ক্ষমতায় দেখতে চায় না। সেজন্য সব স্বেচ্ছাচারীর মুখে লাগাম লাগাতে হবে। প্রতিশ্রুতি আদায় করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে স্বেচ্ছাচারী শাসন চিরকালের জন্য বিদায় নেবে।

তিনি বলেন, গণতন্ত্রের জন্য জনগণকে ভাবতে হবে। দেশের ইতিহাস গৌরবময় মুক্তিযুদ্ধের ইতিহাস। যারা দেশের মানচিত্র অস্বীকার করে তাদের সঙ্গে কি ঐক্য করা যায়— এমন প্রশ্নও রাখেন সাবেক এই রাষ্ট্রপতি।

এ সরকারের দেশ শাসনের ইতিহাস কলঙ্কময় ও ব্যর্থতার মন্তব্য করে বিকল্পধারা সভাপতি বলেন, মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। জনগণ ২০১৪ সালের নির্বাচনে ভোটেই গেল না। অথচ অর্ধেকের বেশি নির্বাচিত হয়ে গেল। এই অনির্বাচিত সরকার সংবিধান সংশোধন করে ইচ্ছামতো দেশ শাসন করছে। নির্বাচন দিতে তারা ভয় পায়।

সংসদ সদস্য, মন্ত্রী, প্রধানমন্ত্রীর বেতন বাড়ানোর আগে শ্রমিকদের বেতন বাড়ানোর কথা বিবেচনা করা উচিত ছিল মন্তব্য করে বি. চৌধুরী বলেন, এখনো সময় আছে, সরকারকে শ্রমিকদের বেতন বাড়াতে হবে।

বিএনএসএসপির সভাপতি ইঞ্জিনিয়ার ওসমান গণির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের প্রমুখ।

একই দিন সন্ধ্যায় কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ক্রীড়া ব্যক্তিত্ব ও পেশাজীবীসহ বিভিন্ন দলের নেতাকর্মীদের বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য  দেন বি. চৌধুরী। সেখানে তিনি বলেন, আমরা গণতান্ত্রিক নির্বাচন চাই। ২০১৪ সালে দেশের মানুষ ভোটাধিকার বঞ্চিত হয়েছে। দেশবাসী আর ছিনিয়ে নেওয়া নির্বাচন হতে দেবে না।

এর আগে বাংলাদেশ গলফ ফেডারেশনের লেডি ক্যাপ্টেন মাহমুদা চৌধুরী, বাংলাদেশ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় নারী কমিটির সাধারণ সম্পাদক আম্বিয়া খাতুন শীলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. নূর উদ্দিন, চিকিৎিসক ডা. মো. শাহাদাত হোসেন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেনসহ বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বি. চৌধুরীর হাতে ফুলের তোড়া দিয়ে বিকল্পধারায় যোগদান করেন।

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের সভাপতিত্বে সভা ও যোগদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার যুগ্ম-মহাসচিব ও দলের মুখপাত্র মাহী বি. চৌধুরী, কেন্দ্রীয় নেতা আবদুর রউফ মান্নান প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads