যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের নামে ডাকযোগে পাঠানো পার্সেলে বোমা পাওয়া গেছে। দেশটির গণমাধ্যমের খবর অনুসারে ডাকযোগে আসা চিঠি ও অন্যান্য সামগ্রী পরীক্ষার দায়িত্বে থাকা টেকনিশিয়ানরা বুধবার বিস্ফোরকগুলো শনাক্ত করেন। ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) বরাতে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বারাক ওবামার ওয়াশিংটন ডিসির বাসভবনে আসা কিছু পার্সেল পরীক্ষার সময় বুধবার সকালে একটির মধ্যে বিস্ফোরক শনাক্ত করেন টেকনিশিয়ানরা।
অপরদিকে একই দিনে নিউইয়র্ক সিটির শহরতলির ক্লিনটন দম্পতির বাড়িতেও একইভাবে উদ্ধার হয়েছে আরো একটি বিস্ফোরক ভর্তি পার্সেল। নিউইয়র্কের এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি লিখেছে, গত সোমবার বিলিয়নেয়ার জর্জ সোরোসের বাড়িতে যে ধরনের বিস্ফোরক পাঠানো হয়েছিল, ওবামা এবং ক্লিনটনদের ঠিকানায় পাঠানো বোমাও সে ধরনের। হেজ ফান্ড ব্যবসায়ী জর্জ সোরোসও নিউইয়র্ক সিটির শহরতলিতে থাকেন। তার বাড়িতে পাঠানো বোমাটি তৈরি করা হয়েছিল প্রায় ছয় ইঞ্চি দীর্ঘ একটি পাইপের ভেতরে বিস্ফোরক পাউডার ভরে।
কারা কেন ওই বোমা পাঠিয়েছে, তা এখনো উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এর দায়ও কেউ স্বীকার করেনি।





