ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা, হানা দিল 'বেরসিক' পুলিশ!

ফুড ক্লাব ফাস্ট ফুড এন্ড চাইনিজ রেস্টুরেন্ট

ফাইল ছবি

সারা দেশ

ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা, হানা দিল 'বেরসিক' পুলিশ!

  • কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ৫ ফেব্রুয়ারি, ২০১৯

স্কুল-কলেজের ড্রেস পড়ে ক্লাস ফাঁকি দিয়ে রেস্টুরেন্টে আড্ডা দিচ্ছিল শিক্ষার্থীরা। বিষয়টি নজরে আসে থানা পুলিশের। অভিযান চালায় সেই রেস্টুরেন্টে। এ সময় আটক করা হয় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের ১০ জোড়া ছাত্র-ছাত্রীকে।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার বিকেল ৩টায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বাজার এলাকার ফুড ক্লাব ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টেে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর খানেক আগে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কের দেওয়ান মার্কেটের দো’তলায় সাদেক মিয়া মালিকানাধীন ফুড ক্লাব ফাস্ট ফুড অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টটি ব্যবসা শুরু করে। শুরু থেকেই রেস্টুরেন্টটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। রেস্টুরেন্টের মালিক সাদেক মিয়া বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের বেশী প্রাধান্য দিয়ে আসছে। ঘণ্টা প্রতি মূল্যে শিক্ষার্থীরা এখানে সময় ব্যয় করত এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হলে তারা বাসায় ফিরত।

সূত্র আরো জানায়, এর আগে একাধীকবার ওই রেস্টুরেন্টসহ উপজেলার বেশ কয়েকটি রেস্টুরেন্টকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করলেও তারা এ ধরণের বাদ পরিহার করেনি। বরং নতুন নতুন সুবিধা ও প্রলোভনে শিক্ষার্থীদের তারা রেস্টুরেন্টে বিরাতো।

এ ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, স্কুল কলেজের সময় ক্লাস ফেলে আড্ডা দেওয়ার ব্যাপারে ওই রেস্টুরেন্টের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভবিষ্যতে এ ধরণের কাজ না করার শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় দিয়ে দেওয়া হলেও বন্ধ করে দেওয়া হয়েছে রেস্টুরেন্টটি। মালিককে রেস্টুরেন্টের যাবতীয় কাগজপত্র দেখানোর সময় দিয়েছেন বলেও জানান তিনি।

কাগজপত্র দেখে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads