সাতক্ষীরা সদর প্রতিনিধি
ভারত থেকে ফিরে সাতক্ষীরায় কোয়ারেন্টাইনে থাকা ১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত মঙ্গলবার সকালে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। রাত ৯টার দিকে আসা প্রতিবেদনে এসব যাত্রীর করোনা ধরা পড়ে।
ভারত থেকে করোনায় আক্রান্ত এসব যাত্রী সাতক্ষীরা শহরের সাতটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা বিভিন্ন জেলার বাসিন্দা।
সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, ৫ মে থেকে বিভিন্ন সময়ে এসব যাত্রী ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে দেশে আসেন।
এরপর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়। সাতক্ষীরা শহরের সাতটি আবাসিক হোটেল ও কালিগঞ্জ উপজেলার নলতা ওরস শরিফে ৩৩৭ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি বলেন, এর মধ্যে ১৫০ জনের নমুনা পরীক্ষা করে ১১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এসব রোগী করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বহন করছেন কি না সেটি জানার জন্য নমুনা আইসিডিডিআর, বিতে পাঠানো হবে।