কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের স্ক্রিনিং শুরু হবে বিকেল ৫টায়

সংগৃহীত ছবি

জাতীয়

কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশিদের স্ক্রিনিং শুরু হবে বিকেল ৫টায়

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি, ২০২০

আশকোনা হজ্জক্যাম্পের কোয়ারেন্টাইনে থাকা বাংলাদেশীদের ১৪ দিন শেষ হচ্ছে আজ, পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষাসহ আনুষঙ্গিক কাজ শেষ করে ছাড়া পেতে রাত হবে বলে জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

আজ শনিবার সকালে, স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, বাংলাদেশে আসার পর রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আজ তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন পূর্ণ হবে। আজই তাদের সর্বশেষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে দেহে করোনা ভাইরাস রয়েছে কিনা তা চূড়ান্তভাবে নিশ্চিত হওয়ার জন্য। পরীক্ষাটি শনিবার বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলতে পারে। তারা সুস্থ হলেও সতর্কতাস্বরূপ ক্যাম্প ত্যাগের সময় তাদেরকে বিশেষ মাস্ক দেয়া হবে বলেও জানানো হয়েছে।

আশকোনা হজ্জ ক্যাম্পে থাকা বাংলাদেশিদের যেন সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হতে না হয় সেজন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবাইকে তাদের পরিচয় প্রকাশ না করার আহ্বান জানিয়েছে আইইডিসিআর। তাদের পরিচয় প্রকাশ করে সংবাদ প্রচারে গণমাধ্যমকে সংবেদনশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে সংস্থাটির পক্ষ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads