কোন দল কত আসনে জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন

কোন দল কত আসনে জয়ী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১ জানুয়ারি, ২০১৯

সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৮ আসনের ফল নিজেদের ঘরে নিতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। গত রোববার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের পর দুটি স্থগিত আসন বাদে ২৯৮ আসনের এ বেসরকারি এ ফলাফল জানা যায়। ভোটগণনা শেষে রোববার রাত ৩টার পর নির্বাচন কমিশন (ইসি) আসনভিত্তিক ফল ঘোষণা করে।

ঘোষিত ফল অনুযায়ী, ২৮৮ আসনে মহাজোটের প্রার্থীদের জয়ের পাশাপাশি বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি ও স্বতন্ত্র প্রার্থী ৩টি আসনে জয়লাভ করে। বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ভোটে ‘ব্যাপক কারচুপি’ ও ‘এজেন্ট বের করে দেওয়ার’ অভিযোগ করলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান নিয়ে নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি ‘সন্তুষ্ট’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। গতকাল সোমবার বিকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, নির্বাচন নিয়ে আমরা অতৃপ্ত নই। পুরো কমিশনই সন্তুষ্ট। কমিশনের কেউ অসন্তুষ্ট এমনটি কেউই আমাকে বলেননি। জাতীয় ঐক্যফন্টের নির্বাচন বাতিলের দাবির বিষয়ে সিইসি বলেন, অনিয়মের অভিযোগটি সম্পূর্ণ অসত্য কথা। নতুনভাবে নির্বাচন করার কোনো সুযোগ নেই।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এবারের সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রোববার হ্যাটট্রিক জয় পেয়েছে আওয়ামী লীগ। জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিলেও শরিকদের ছাড়াই তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। বেসরকারি ঘোষিত ফলাফল অনুযায়ী ২৫৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ক্ষমতাসীন এই দল। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে দেশের স্বাধীনতা-সংগ্রামে নেতৃত্বদানকারী এই দলটি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের (ইসি) পুনর্নির্ধারিত তফসিল অনুযায়ী, প্রার্থীর মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ২ ডিসেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads