কোন্ডা ইউনিয়নে ফারুক চৌধুরীর বিকল্প নেই

সংগৃহীত ছবি

সারা দেশ

কোন্ডা ইউনিয়নে ফারুক চৌধুরীর বিকল্প নেই

  • এরশাদ হোসেন, কেরানীগঞ্জ (ঢাকা)
  • প্রকাশিত ১২ মার্চ, ২০২১

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কেরানীগঞ্জে নানা জল্পনা-কল্পনা চলছে। এই নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশের মতো কেরানীগঞ্জেও ইউপি নির্বাচনের হাওয়া বইছে। ইতোমধ্যেই আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দৌড়-ঝাঁপ শুরু করেছেন। এই উপজেলার কোন্ডা ইউনিয়নে আওয়ামী লীগের একাধিক প্রার্থীর কথা শোনা যাচ্ছে।

তবে এই ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরীকেই আবারো জনপ্রতিনিধি হিসেবে চান স্থানীয়রা। তিনি এই ইউনিয়ন থেকে টানা দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ক্লিন ইমেজের কারণে ভোটাররা তাকে জনপ্রতিনিধি হিসেবে আবারো প্রত্যাশা করছেন।

ইতোমধ্যে অনেকেই কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজেদের জানান দিয়ে দোয়া চেয়ে জনগণের কাছাকাছি যেতে চাইছেন, নিজেকে জনগণের প্রার্থী হিসেবে পরিচিত করছেন। তবে তাদের মধ্যে হেভিওয়েট প্রার্থী হিসেবে ফারুক চৌধুরীর বিকল্প কাউকে দেখা যায়নি। নতুন প্রার্থীরা নানান পোস্টার টাঙিয়ে নেতাদের তদবিরসহ ভোটারদের সমর্থন আদায়ে মরিয়া। তাদের মধ্যে সবাই নতুন মুখ। নতুন প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশা কামনা করে শামিল হচ্ছেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে। ঘুরেফিরে সময়ও দিচ্ছেন নিজ নিজ নির্বাচনী এলাকায়।

কেরানীগঞ্জ উপজেলাজুড়ে নতুন প্রার্থীদের গুঞ্জন শোনা গেলেও আলোচনার শীর্ষে বর্তমান চেয়ারম্যান ও কোন্ডা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী। নিজের দক্ষ যোগ্যতা দিয়ে ভোটারদের আস্থা অর্জন করেছেন। নিজেকে আওয়ামী লীগের শতভাগ সম্ভাব্য প্রার্থী দাবি করে দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এ প্রার্থী।

জানতে চাইলে ৯ নং ওয়ার্ডের বাসিন্দা আবু তালেব মাদবর বলেন, আগামী নির্বাচনে সৎযোগ্য প্রার্থী হিসেবে সাইদুর রহমান ফারুক চৌধুরীর বিকল্প যোগ্য প্রার্থী নেই। তিনি একজন শিক্ষিত লোক, বিচার সালিশি কাজকর্মে তার মেধা দিয়ে সঠিক বিচার করেন।

সাবেক মেম্বার ও কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগ সভাপতি মো. কাওসার আহম্মেদ বলেন, ফারুক চৌধুরী কোন্ডা ইউনিয়নবাসীর প্রিয় মানুষ। সাইদুর রহমান ফারুক চৌধুরীর বিকল্প নেই। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মরহুম আতিক উল্লাহ চৌধুরী কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ছিলেন। ফারুকের মধ্যে তার বাবার আদর্শ আছে।

এ বিষয়ে বর্তমান চেয়ারম্যান ফারুক চৌধুরী বাংলাদেশ খবরকে বলেন, আমার বাবা মরহুম বীর মুক্তিযোদ্ধা আতিক উল্লাহ চৌধুরী কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও চেয়ারম্যান ছিলেন। আমার রাজনৈতিক গুরু, যিনি আমাকে রাজনীতি শিখিয়েছেন, যার হাতে আমার হাতেখড়ি, মাননীয় জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি, দক্ষিণ থানা আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। দলীয়ভাবে আমাকে নমিনেশন দিলে আমি আবারো বিপুল ভোটে নির্বাচিত হব।

তিনি আরো বলেন, আমার বাবাও চেয়ারম্যান ছিলেন। তিনিও সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমি তার দেখানো পথ, সৎ সাহসিকতা বুকে ধারণ করে জনগণের ভালোবাসা অর্জন করেছি।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads